টিভি অনুষ্ঠান বিভাগ, অডিও প্রযোজনা প্রতিষ্ঠান, ওটিটি ও ইউটিউবসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার জন্য তাঁরা অনেক আগে থেকেই নির্মাণের প্রস্তুতিতে। নাগরিক টিভির ঈদ প্রস্তুতিতে ঈদের সাত দিনে সাতটি একক নাটক প্রচার করবে। এ ছাড়াও প্রচার করবে দুটি ধারাবাহিক নাটক। ঈদে সিএমভির ব্যানারে তারকাবহুল ১৭টি নাটক প্রচারে আসবে। যেখানে থাকছেন এই সময়ের সেরা নাট্যকার, নির্মাতা ও অভিনয় শিল্পীদের অংশগ্রহণ। এর মধ্যে সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। বাংলাভিশন এবার ৩৫টির মতো একক নাটক, পাঁচটি সাত পর্বের ধারাবাহিক ও সাতটি টেলিফিল্ম নির্মিত ঈদ আয়োজনে রেখেছে। কিছু নির্মিত হয়েছে, কিছুর নির্মাণ চলছে। সালাউদ্দিন লাভলু, মোশাররফ করিম, জাহিদ হাসান থেকে শুরু করে এ প্রজন্মের সবাই রয়েছেন এসব কাজে। ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টিভিতে নতুন ১৯ নাটক প্রচার হবে। নয়টি নাটক লিখেছেন বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এর মধ্যে ১৪টি একক এবং পাঁচটি সাত পর্বের ধারাবাহিক। প্রতিদিন রাত ৮টা ১০ মিনিট ও ১১টা ৫ মিনিটে দুটি করে একক নাটক প্রচার হবে। দীপ্ত টিভির সাত দিনব্যাপী ঈদুল আজহা আয়োজনে থাকছে দুটি টেলিফিল্ম, একটি ফিচার ফিল্ম, তিনটি সাত পর্বের ধারাবাহিক, ১০টি একক নাটক ও আটটি শর্টফিল্ম। গত ঈদুল ফিতরে বাংলাসাহিত্যের বাছাইকৃত কিছু গল্প নিয়ে বঙ্গবিডির প্রযোজনায় নির্মিত হয় ‘বঙ্গ বব’। বঙ্গ পাঁচ দিনের ঈদ আয়োজনে আরও রয়েছে নাটক ‘নো ফ্লাই জোন’ (খায়রুল বাশার, তানিয়া বৃষ্টি, সাইরা জাহান), ‘একটি গল্প’ (মনোজ প্রামাণিক, কেয়া পায়েল, সুজন হাবিব), ‘এতটুকুই চেয়েছিলাম’ (সজল, নাদিয়া মিম), ওয়েব সিরিজ ‘সোচ’ এবং মুভি ‘জিরো ডার্ক থার্টি’। এনটিভি নিজস্ব প্রযোজনায় মোট ২১টি নাটক নির্মাণ করবে বলে জানা যায়। আর আরটিভির মোট ৪৪টি একক নাটক (সম্ভাব্য) ও একটি ধারাবাহিক নির্মাণের খবর পাওয়া গেছে। দেশ টিভি সাতটি দিনের ঈদ আয়োজনে প্রচার হবে সাতটি বিশেষ নাটক। নাটক প্রযোজনায় আরও রয়েছে মাছরাঙা, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, একুশে টিভি, এটিএন বাংলা প্রভৃতি। এদিকে দেশের পরিস্থিতি খারাপ, তাই যাঁরা শুরু করেছেন তাঁরা তাড়াতাড়ি কাজ শেষ করবেন বলে জানিয়েছে নাট্য সংগঠনগুলো। বিষয়টি নিয়ে নিয়মিত নাটকের অন্তসংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানা যায়। তাগাদা দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মানার।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার