শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

গ্রেফতার হতে পারেন সমীর ওয়াংখেড়ে

শোবিজ ডেস্ক

গ্রেফতার হতে পারেন সমীর ওয়াংখেড়ে

শাহরুখপুত্র আরিয়ানের গ্রেফতারের পরদিন থেকেই খবরের শিরোনামে ছিলেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। তাঁর নেতৃত্বেই প্রমোদতরীতে অভিযান চালায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর বৃহস্পতিবার মাদককান্ড মামলায় জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। ২১ দিন আর্থার রোড জেলে বন্দী ছিলেন তিনি। মাদককান্ডে খবরের শিরোনামে উঠে আসেন এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ে। সম্প্রতি মহারাষ্ট্রের এক মন্ত্রী অভিযোগ তুলেছেন, এই কর্মকর্তা মানুষকে ভুয়া মামলায় ফাঁসাচ্ছেন। নিরাপত্তা চেয়ে তিনি নিজেও মুম্বাই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর আশঙ্কা তাঁকে গ্রেফতার করতে পারে মুম্বাই পুলিশ। অন্যদিকে মুম্বাই হাই কোর্টকে মুম্বাই সরকারের আইনজীবী জানিয়েছেন, দুর্নীতি রোধ আইনে পদক্ষেপ নিতে হলে ৭২ ঘণ্টা আগে নোটিস পাঠানো হয়। গ্রেফতার করতে হলে, সমীর ওয়াংখেড়েকে ৭২ ঘণ্টা আগে সেই নোটিস পাঠানো হবে। ফলে বৃহস্পতিবার মুম্বাই হাই কোর্ট সমীর ওয়াংখেড়ের অন্তর্র্বর্তী সুরক্ষা চেয়ে আবেদন খারিজ করে দিয়েছে। আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ায় কী বললেন আলোচিত সমীর ওয়াংখেড়ে? ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চান। তবে এ বিষয়ে মুখ খোলেননি ওয়াংখেড়ে। জানা গেছে, কারও প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত আদালত থেকে চলে যান সমীর ওয়াংখেড়ে।  ৩ অক্টোবর ক্রুজ মাদককান্ডে তাঁদের গ্রেফতার করে এনসিবি। সবমিলে ২৫ দিন পর জামিন পেলেন শাহরুখপুত্র।

সর্বশেষ খবর