শিরোনাম
শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
টুকরো খবর

ইত্যাদিতে বাউফলের মোতালেবের আন্তর্জাতিক সম্মাননা

শোবিজ প্রতিবেদক

ইত্যাদিতে বাউফলের মোতালেবের আন্তর্জাতিক সম্মাননা

২০২১ সালে ১১ অক্টোবর আন্তর্জাতিক নারী শিশু দিবসে রোটারি ইন্টারন্যাশনাল বিশে^র ছয় রোটারিয়ানকে কর্মপরায়ণ মানুষ হিসেবে চ্যাম্পিয়নস অব গার্লস এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারীর ক্ষমতায়নের চ্যাম্পিয়ন্স উপাধি দিয়ে সম্মানিত করেছে। বাংলাদেশের বাউফলের বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্লোবের প্রতিষ্ঠাতা মোতালেব ওয়েজটারস বিশে^র ছয় সম্মানিত ব্যক্তির মধ্যে কর্মপরায়ণ মানুষ হিসেবে এই উপাধিতে ভূষিত হয়েছেন। বর্তমানে নেদারল্যান্ডসের নাগরিক হলেও মোতালেবের বাড়ি পটুয়াখালীর বাউফলের ধুলিয়া গ্রামে। উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৯ সেপ্টেম্বর প্রচারিত ইত্যাদিতে মোতালেবের ওপর একটি প্রতিবেদন প্রচার করা হয়েছিল। ১৯৭৬ সালে মাত্র পাঁচ বছর বয়সে ক্ষুধা ও অভাবের তাড়নায় বাড়ি থেকে পালিয়ে যায় মোতালেব। এরপর একজন ডাচ্ ভদ্রলোক ধানমন্ডির একটি বেবি হোম থেকে তাকে হল্যান্ড নিয়ে যান। হল্যান্ডে মোতালেবের ১৭টি বছর কেটে যায়। ১৯৯৪ সালে গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতের সহযোগিতায় মোতালিব ওয়েজটারস তার পরিবারকে খুঁজে পান।

সর্বশেষ খবর