রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ট্রাব অ্যাওয়ার্ডে তারকামেলা

শোবিজ প্রতিবেদক

ট্রাব অ্যাওয়ার্ডে তারকামেলা

আনন্দ-উল্লাসে জমে উঠেছিল টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর ২৭তম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে বসেছিল ট্রাব অ্যাওয়ার্ড-২০২১ এর আসর। আনন্দঘন এই আসরে শুরুতেই আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে শত আনন্দের মাঝে কিছুটা হলেও বিষাদের ছায়া নেমে এসেছিল। এই বিষাদ অভিনেতা মাহমুদ সাজ্জাদকে হারানোকে ঘিরে। অভিনয়ে আজীবন সম্মাননা প্রাপ্তির ২৫ দিন আগেই পৃথিবীর মায়া ছেড়ে পরপারের বাসিন্দা হন তিনি। আসরে সম্মাননাপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। চলচ্চিত্র, টেলিভিশন, নৃত্য, সংগীত ও মঞ্চসহ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের বিভিন্নজনকেও এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিশ্বসুন্দরী, শ্রেষ্ঠ পরিচালক চয়নিকা চৌধুরী, শ্রেষ্ঠ অভিনেত্রী পরীমণি, শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম, শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) ইমরান, শ্রেষ্ঠ প্লেব্যাক (নারী) দিলশাদ নাহার কণা। ‘টুঙ্গিপাড়ার মিঞা ভাই’ চলচ্চিত্রের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সেলিম খান, পরিচালক শামীম আহমেদ রনি, ইফতেখার চৌধুরী, শাহীন সুমন। শ্রেষ্ঠ নাট্যাভিনেতার পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান, রাশেদ সীমান্ত, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। শ্রেষ্ঠ সংগীতশিল্পী আঁখি আলমগীর ও আসিফ আকবর। শ্রেষ্ঠ মঞ্চনাটক ‘দ্রৌপদী পরম্পরা’, শ্রেষ্ঠ মঞ্চাভিনেতা সেলিম মাহবুব, শ্রেষ্ঠ মঞ্চাভিনেত্রী তনিমা হামিদ, শ্রেষ্ঠ রন্ধনশিল্পী ও ফ্রি ল্যান্স সাংবাদিক সোনিয়া রহমান।  সম্মাননা প্রদানের ফাঁকে ফাঁকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতোয়ারা হয়ে ওঠেন আগত অতিথি ও তারকারা।

সর্বশেষ খবর