কলকাতার সিনেমায় একের পর এক চমক দেখিয়ে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মানিক বন্দ্যোপাধ্যয়ের লেখা উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’য় তাঁর সঙ্গে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির। ছবিটি নির্মাণ করছেন সুমন মুখোপাধ্যায়। এর আগে তিনি নির্মাণ করেছেন হারবার্ট, চতুরঙ্গ, মহানগর কলকাতা এবং কাঙাল মালসাট নামের ছবি। সুমন মুখোপাধ্যায় খুব একটা বেশি সিনেমা নির্মাণ করেন না। এবার ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে ব্যস্ত হচ্ছেন এই নির্মাতা। এরই মধ্যে ছবির কেন্দ্রীয় চরিত্রগুলোর নাম নিশ্চিত করেছেন নির্মাতা। মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর লেখক জীবনের একেবারে প্রথমদিকে লিখেছিলেন এই উপন্যাস। কেন্দ্রীয় চরিত্র এক ডাক্তার। উপন্যাসের বিভিন্ন চরিত্রের মধ্যে বয়ে চলা জটিল সামাজিক সম্পর্কের প্রেক্ষাপটে এগোয় গল্প। রয়েছে প্রেম, বিরহ, দ্বেষ আর পারস্পরিক সহমর্মিতা। এ ছাড়া আরও থাকছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের গল্প।