মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নায়করাজের স্মৃতি মিউজিয়ামে

শোবিজ প্রতিবেদক

নায়করাজের স্মৃতি মিউজিয়ামে

নায়করাজ রাজ্জাকের ৮০তম জন্মদিনে পরিবারের পক্ষে নায়করাজের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করা হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে। অভিনেতা সম্রাট পরিবারের পক্ষ থেকে প্রয়াত রাজ্জাকের ব্যবহৃত ব্লেজার, চশমা, পাঞ্জাবি ও ক্যাপ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামের জন্য হস্তান্তর করেন। এসব সামগ্রী গ্রহণ করেন আর্কাইভের মহাপরিচালক নিজামূল কবীর। এ সময় উপস্থিত ছিলেন আর্কাইভের পরিচালক মোফাকখারুল ইকবাল, সহকারী পরিচালক মনিরুজ্জামান, ফিল্ম অফিসার ফখরুল আলম সোহাগ, গবেষক ও লেখক মীর শামসুল আলম প্রমুখ। নায়করাজের পুত্র সম্রাট বলেন, ‘আব্বুর জন্মদিনে পরিবারের পক্ষ থেকে ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে রাখার জন্য আব্বুর ব্যবহৃত কিছু সামগ্রী দিয়েছি। আর্কাইভের এই উদ্যোগ বেশ প্রশংসনীয়।’ 

 

সর্বশেষ খবর