বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

অ্যানিমেশন আর্টে ‘জেলখানার চিঠি’

শোবিজ প্রতিবেদক

‘শহরতলী’র প্রথম অ্যালবাম ‘বরাবর শহরতলী’। ২০১০ সালে প্রকাশিত এ অ্যালবামের অত্যন্ত সাড়া জাগানো গান ‘জেলখানার চিঠি’। যেখানে প্রখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদে তুরস্কের কবি নাজিম হিকমতের একই শিরোনামে লেখা একটি বিশেষ কবিতা সংযোজন করা হয়। এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে আর্টওয়ার্ক অ্যানিমেশন বা গানচিত্র আকারে গানটি পুনরায় উন্মুক্ত হচ্ছে ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেলে।  স্বাধীনতার মাসে সব বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে ২৫ মার্চ গানটি উৎসর্গ করতে যাচ্ছে শহরতলী।

সর্বশেষ খবর