মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

সোনাক্ষী সিনহার বাগদান

শোবিজ ডেস্ক

সোনাক্ষী সিনহার বাগদান

রণবীর কাপুর এবং আলিয়ার পর এবার বিয়ে করবেন সোনাক্ষী সিনহা! অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেমের গুঞ্জন তো আগে থেকেই শোনা যাচ্ছে। তাঁর সঙ্গেই বাগদান সেরে ফেললেন শত্রুঘ্ন-কন্যা। সোনাক্ষীর নতুন ছবি দেখে অন্তত সে রকমই ইঙ্গিত পাওয়া গেছে। ছাদে দাঁড়িয়ে পর্দার ‘আকিরা’। এক গালভর্তি হাসি তাঁর মুখে। বাঁ হাতে মস্ত এক আংটি জ্বলজ্বল করছে। সেদিকেই অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যেন নায়িকা। লক্ষ্য করলে দেখা যাবে, তাঁর পাশে দাঁড়িয়ে এক পুরুষ। তাঁর হাতটুকু দৃশ্যমান। কিন্তু মুখ দেখা যাচ্ছে না। সোনাক্ষী সেই ছবির সঙ্গে লিখেছেন, ‘আমার জন্য খুব বড়দিন। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই খুব তাড়াতাড়ি। এই পথ যে এত সহজ, তা ভাবতেও পারিনি।’ তবে কি সত্যিই বিয়ে করবেন বলি নায়িকা? সূত্রে এই খবরের সত্যতা জানা গেল। এই ছবি আসলে বাণিজ্যিক কৌশল। একটি সংস্থার হয়ে শুট করেছেন তিনি। কিন্তু অনুরাগীদের মনে কৌতূহল তৈরি করার জন্য এমনভাবে পোস্ট করেছেন সোনাক্ষী। এরই মাঝে এক সাক্ষাৎকারে জাহিরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর