শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

প্রাচ্যনাটের ‘খোয়াবনামা’

শোবিজ প্রতিবেদক

প্রাচ্যনাটের ‘খোয়াবনামা’

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’। প্রাচ্যনাটের ৩৭তম এই প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব। নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন। আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ‘খোয়াবনামা’। সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবন আখ্যান এটি। এটিতে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, মো. সোহেল রানা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, শ্রাবণ শামীম প্রমুখ। গানের সুর করেছেন রাহুল আনন্দ, সংগীতে নীল কামরুল, কোরিওগ্রাফিতে স্নাতা শাহরিন। অন্যদিকে মঞ্চ ভাবনায় এ বি এস জেম এবং আলোক ভাবনায় ঠান্ডু  রায়হান।

সর্বশেষ খবর