মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

ক্রাইম থ্রিলার ‘নেটওয়ার্ক’

শোবিজ প্রতিবেদক

ক্রাইম থ্রিলার ‘নেটওয়ার্ক’

সৈকত নাসিরের ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’। ক্রাইম থ্রিলার সিরিজটিতে রিয়েলির বিপরীতে আছেন সাঞ্জু জন ও সাজ্জাদ হোসেন। আরও আছেন নওশাবা, উজ্জ্বল কবির হিমু, রাশেদ মামুন অপু, রাহা তানহা খান। মোট ৪৭ জন অভিনয়শিল্পী রয়েছেন সিরিজটিতে। সিরিজটিতে রিয়েলি ‘বেগম’ হিসেবে আবির্ভূত হয়েছেন। যে কি না অপরাধ জগতের নারী। রিয়েলি ছাড়াও সাঞ্জু জনকে ‘সালমান’, সাজ্জাদ হোসেনকে ‘তামিম’, রাশেদ মামুন অপুকে ‘জুলফিকার’ এবং রাহা তানহা খানকে দেখা যাবে ‘মাধুরী’ হিসেবে। সৈকত নাসির বলেন, ‘বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ক্রাইম জোন নিয়ে এর গল্প। এতদিন আমরা দেখেছি নায়করা গল্পে রাজত্ব করে, এখানে দেখব নায়িকা সবার ওপরে রাজত্ব করছে। মাদকসহ অপরাধ জগতের বিভিন্ন বিষয় এতে ওঠে আসবে।’ এটির কাহিনি-চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। সিরিজটি পাঁচ সিজনের। শুটিং হয়েছে পঞ্চগড়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও ঢাকায়। এটি আই থিয়েটারে অবমুক্ত হবে। 

 

সর্বশেষ খবর