বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

ঢাকায় উড়ে আসছেন টম ক্রুজ

শোবিজ প্রতিবেদক

ঢাকায় উড়ে আসছেন টম ক্রুজ

দীর্ঘ ৩৬ বছর পর ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে পর্দা কাঁপাতে আসছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ১৯৮৬ সালে যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’ মুক্তি পায়। মুক্তির পরপরই আলোড়ন তোলে ছবিটি। সে সময় এই ছবি বিশ্বব্যাপী ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে। এ ছবির মাধ্যমেই সারা বিশ্বে জনপ্রিয়তা পান টম ক্রুজ। আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল অ্যাকশন ধারার ছবি ‘টপ গান’। এবারের ছবি ‘টপ গান : ম্যাভেরিক’-এর পরিচালনায় রয়েছেন জোসেফ কোসিনস্কি। অভিনয়ের সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছেন টম ক্রুজ। এদিকে আন্তর্জাতিকভাবে ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ মে। একই দিন থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে। উল্লেখ্য, ১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান : ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। সেখানে অংশ নেন ছবির প্রধান অভিনেতা টম ক্রুজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর