মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

দীর্ঘদিন পর ফেরদৌসী মজুমদার

শোবিজ প্রতিবেদক

দীর্ঘদিন পর ফেরদৌসী মজুমদার

মঞ্চ ও টেলিভিশন জগতের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। স্বাধীনতা-উত্তরকালে দুই ভুবনে সফলতার সঙ্গে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন তিনি। এই কিংবদন্তি ‘সংশপ্তক’-এ ‘কানকাটা রমজান’ হুমায়ুন ফরীদির সঙ্গে হুরমতি চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেন। তাঁর সহযোদ্ধা রামেন্দু মজুমদার একজন অসাধারণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁদের একমাত্র মেয়ে ত্রপা মজুমদারও সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িত। অভিনয় জীবনের তিন দশকে তিনি বিটিভির প্রায় ৩০০-এর মতো নাটক করেছেন। তিনি অভিনয় জীবনে অল্প কয়েকটি চলচ্চিত্রে যেমন মায়ের অধিকার, মেঘলা আকাশ, দরিয়া পাড়ের দৌলতি ও ফ্রম বাংলাদেশ (নির্মাণাধীন)-এ অভিনয় করেছেন। এই জীবন্ত কিংবদন্তি দীর্ঘদিন পর একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির নাম ‘আগন্তুক’। এটি নির্মাণ করেছেন বিপ্লব সরকার। কাহিনি ও চিত্রনাট্যও তাঁর লেখা। নির্মাতা জানান, ‘ফেরদৌসী আপা অনেক দিন পর কাজ করলেন। খুব উৎসাহ নিয়েই কাজটি করেছেন। নাটোর, মানিকগঞ্জ ও নবাবগঞ্জে শুটিং করেছি ১২ দিন। ফিচার ফিল্ম হিসেবেই কাজটি করেছি। শুটিং শেষ, এডিটিং প্যানেলের কাজ বাকি।’ এদিকে এটিতে অন্যতম একটি চরিত্র করেছেন শাহানা রহমান সুমি। তিনি বলেন, ‘ফেরদৌসী আপা অনেক দিন পর একটা ফিল্মে অ্যাক্টিং করলেন। আমিও অনেক দিন পর মনমতো একটা চরিত্র করেছি। নাচোলের রানির পর। একটি পরিবারের চার সদস্য নিয়ে ‘আগন্তুক’-এর গল্প।’

 

সর্বশেষ খবর