ঈদ উপলক্ষে দুই অঙ্গনের দুই জনপ্রিয় মুখ প্রথমবারের মতো এক হলেন একটি নাটকে। মাহমুদ মাহিনের ‘শাদি মোবারক’ নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ও সংগীত তারকা পড়শী।
নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে মুশফিক ফারহান বললেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজের পর রোমান্স, শেষ মুহূর্তে একটি সচেতনতামূলক বার্তাসহ অনেক বিষয় থাকবে নাটকটিতে। এমন গল্প ও আমার উপস্থিতি দুটোতেই নতুনত্ব আছে।’
পড়শী বলেন, ‘এর আগে তিনটি নাটকে অভিনয় করলেও মূলত ‘মারিয়া ওয়ান পিস’-এ নায়িকা চরিত্রে ছিলাম।
নতুন নাটকেও তাই। এখানে প্রবাসীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি।’ উল্লেখ্য, মুশফিক ফারহান সম্প্রতি ‘সুইপারম্যান’, ‘হাঙর’, ‘আরজে’, ‘ভুলো না আমায়’সহ বেশ কিছু নাটক দিয়ে রয়েছেন আলোচনায়। আর ‘মেন্টাল’ চলচ্চিত্রের নায়িকা পড়শী করেছেন সাজিন আহমেদ বাবুর ‘মারিয়া ওয়ান পিস’।