শিরোনাম
শনিবার, ১১ জুন, ২০২২ ০০:০০ টা

সম্পাদনার টেবিলে নওশাবার ‘জলকিরণ’

শোবিজ প্রতিবেদক

সম্পাদনার টেবিলে নওশাবার ‘জলকিরণ’

শুটিং শেষে সম্পাদনার টেবিলে রয়েছে এইচ আর হাবিব পরিচালিত কাজী নওশাবা আহমেদ অভিনীত ‘জলকিরণ’ ছবিটি। নির্মাতা জানান, ইনডোর-আউটডোর মিলিয়ে প্রায় মাসের কাছাকাছি শুটিং হয়েছে ছবিটির। প্রথমে বান্দরবানের গহিন অরণ্য, পদ্মা নদীসহ গত এপ্রিল মাসে শুরু হয় জলকিরণ ছবির শুটিং। মানিকগঞ্জের ফিল্ম ভ্যালি রিসোর্টে ইনডোর শুটিংয়ের মাধ্যমে শেষ হয় জলকিরণ। ছবির গল্প এবং শুটিং প্রসঙ্গে নির্মাতা জানান, ‘গল্পে আমাদের প্রচলিত বিজ্ঞানের বাইরে অ্যাডভান্স সায়েন্সের ভিত্তি এই ছবির গল্প। একটি আবিষ্কার পুরো সমাজব্যবস্থার পরিবর্তন করে দেয়। ফলে মানুষের নিকট কৌশলগত দায়বদ্ধতা, বাধ্যবাধকতা থাকে না। মানুষ সব বেড়াজাল ছিন্ন করে সামনে এগিয়ে যায় অন্যরকম দিকে। জলকিরণ ছবির শুটিংও তাই করতে হয়েছে অপ্রচলিত লোকেশন বেছে বেছে।’ সিনেমাটি প্রযোজনা করছে কেএফ বেঙ্গল আরঅ্যান্ডডি। প্লাজমা বিজ্ঞানী মোসফেক রশীদের তত্ত্বাবধানে নির্মাণ হতে যাচ্ছে এই চলচ্চিত্রটি। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করেছেন এইচ আর হাবিব। এ সিনেমায় নওশাবা ছাড়া আরও অভিনয় করছেন সুমিত সেনগুপ্ত, এইচ আর হাবিব, প্রণব দাশ, গ্রেজিলা রশীদ প্রমুখ।

সর্বশেষ খবর