সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

সংগীতের জাতীয় উৎসব

শোবিজ প্রতিবেদক

সংগীতের জাতীয় উৎসব

সংগীত সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ করে দেশীয় সংস্কৃতিকে আরও বিকশিত করার লক্ষ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো সংগীতের প্রথম জাতীয় উৎসব ও সম্মেলন। উৎসবটি আয়োজন করে সংগীত ঐক্য বাংলাদেশ। শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত ঐক্য বাংলাদেশের মহাসচিব শহীদ মাহমুদ জঙ্গী। এদিন সন্ধ্যা ৭টায় জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর সংগীত পরিবারের প্রয়াতদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগীত ঐক্যের দুই মহাসচিব কুমার বিশ্বজিৎ ও নকীব খান। রাত ৮টা থেকে শুরু হয় জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর