শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

তারেক মাসুদ স্মরণে

শোবিজ প্রতিবেদক

তারেক মাসুদ স্মরণে

প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের প্রয়াণ দিবস আজ। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন। ‘কাগজের ফুল’ নামে একটি চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। দিনটিকে বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতির জন্য শোকাবহ দিন মনে করা হয়। দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন করে তার জন্মস্থানে নানা সংগঠন, পরিবার ও নানা চলচ্চিত্র সংগঠন। মুভিয়ানা ফিল্ম সোসাইটি তারেক মাসুদ স্মরণ ও চলচ্চিত্র গ্রন্থ ‘চলচ্চিত্রযাত্রা’র পাঠ-পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল পাঠক সমাবেশের কাঁটাবন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। আদ্রির সঞ্চালনায় এই আয়োজনে আলোচনা করেন চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক মোহাম্মদ আজম, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, চলচ্চিত্র সমালোচক মনিরা শরমিন। আয়োজনে সভাপতিত্ব করবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর