শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা
নূতন

আবেগাপ্লুত

শোবিজ প্রতিবেদক

আবেগাপ্লুত

মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল বলা হয়ে থাকে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’কে। বৃহস্পতিবার ছবিটি ৫০ বছর পূর্ণ করল। কেন এই ছবিটি কালজয়ী হয়ে উঠল, তা নিজের অভিজ্ঞতা আর পর্যবেক্ষণে জানিয়ে দিলেন এই ছবির অন্যতম অভিনেত্রী নূতন। ‘ওরা ১১ জন’-এ নায়ক রাজ্জাকের ছোট বোনের (শীলা) চরিত্রে অভিনয় করেন নূতন। যিনি পাক হানাদার কর্তৃক ধর্ষিতা হন। ছবিটি হৃদয়ের মধ্যে ধরে আছেন এই অভিনেত্রী। নূতন বলেন, এই ছবির কথা তিনি কখনই ভুলতে পারেন না। এই ছবির কথা স্মরণে আনলেই আবেগাপ্লুত হন। নূতন বলেন, ‘এই ছবি তৈরির মূল উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসটা সেলুলয়েডের ফিতায় ধরে রাখা। সেখানে শতভাগ সফল হন প্রখ্যাত পরিচালক শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম। এ কারণেই এই ছবিটি কালজয়ী। ছবিটি মুক্তি পাওয়ার পর চাষী ভাই আমার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। বারবার আমাকে বলতেন, তুই যে অভিনয় করেছিস তা বলার মতো নয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর