শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শিল্পী কল্যাণ ট্রাস্টের যাত্রা শুরু

শোবিজ প্রতিবেদক

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নবগঠিত দফতর-সংস্থা ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলা একাডেমির বর্ধমান হাউসে নবগঠিত দফতরটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শিল্পী কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২০ কোটি টাকা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী ২০০১ সালে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন অনুমোদন করেছেন। এর আওতায় একটি দফতর-সংস্থা খোলার নির্দেশনা দিয়েছেন।’ অসচ্ছল শিল্পীদের কল্যাণ সাধন, শিল্পীদের কল্যাণার্থে প্রকল্প বাস্তবায়ন, অসুস্থ শিল্পীদের চিকিৎসা সহায়তা, শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি, শিল্পীদের মেধাবী ছেলেমেয়েদের শিক্ষার জন্য সহায়তা, শিল্পী পরিবারকে সহায়তা করাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড  পরিচালনার উদ্দেশ্যে এ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

সর্বশেষ খবর