রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সেলিম আল দীন জন্মোৎসব

শোবিজ প্রতিবেদক

বিখ্যাত নাট্যকার সেলিম আল দীনের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব।  বৃহস্পতিবার শুরু হয়ে চলবে আগামীকাল পর্যন্ত। বৃহস্পতিবার জন্মলগ্নকাল উদযাপন নিমিত্ত পুষ্প অভিযাত্রা বের করে জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। পুষ্প অভিযাত্রায় অংশ নেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, নাট্যব্যক্তিত্ব ও ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদসহ বিভাগের অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা। উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার মঞ্চায়িত হয় সেলিম আল দীনের রচনা শাহদাত নোমানের নির্দেশনায় ‘প্রাচ্য’। আজ পর্যন্ত এ নাট্যোৎসবে মঞ্চায়িত হচ্ছে সেলিম আল দীনের রচনায় রাহুল প্রসাদ দাসের নির্দেশনায় ‘কীত্তনখোলা’, খন্দকার রাকিবুল হকের নির্দেশনায় ‘বনপাংশুল’, ফয়সাল আবিরের নির্দেশনায় ‘কেরামতমঙ্গল’ ও সায়েম সিরাজের নির্দেশনায় ‘পুত্র’। সব নাটকেরই রচয়িতা সেলিম আল দীন। প্রতিদিন সন্ধ্যা ৭টায় জহির রায়হান অডিটোরিয়ামে মঞ্চনাটকগুলো অনুষ্ঠিত হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর