বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মঞ্চে ‘তিনকড়ি’র প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

মঞ্চে ‘তিনকড়ি’র প্রদর্শনী

অখ- ব্রিটিশ-ভারতের পূর্ববঙ্গে অবস্থিত বগুড়ার গ্রাম দীঘলকান্দি। গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়া মিলিয়ে বসবাস করে ভিন্ন ভিন্ন ধর্ম যাপনকারী অনেক ঘর মানুষ। দীঘলকান্দির চারপাশ ঘিরে আরও আছে সুখোনপুকুর, লোহাগাড়া, কাতলাহার, সোনাতলা-এসব নিয়ে এক গ্রামীণ জনপদ। কৃষক জীবনের নিত্যনৈমিত্তিকতা ছাড়াও বৈশাখী মেলা, মাছধরা, গান-কীর্তনের আসর, কুস্তি লড়াইএসব নিয়ে হাসি-আনন্দে-উদযাপনে কেটে যাচ্ছিল তাদের যাপিত জীবন। এমনই এক দীঘলকান্দি গ্রামের গল্প নিয়ে শনিবারের মঞ্চে থাকছে অনুস্বর দলের নাটক ‘তিনকড়ি’। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নবম প্রদর্শনী হবে। মাহবুব আলম রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।

 

 

 

 

সর্বশেষ খবর