সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
জয়া আহসান

বিশ্ব চলচ্চিত্র উৎসবে

শোবিজ প্রতিবেদক

বিশ্ব চলচ্চিত্র উৎসবে

কলকাতায় প্রথমবারের মতো বসছে বিশ্ব চলচ্চিত্রের আসর ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা’। ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। যাতে বিশ্বের অসংখ্য ছবি-শিল্পী-কুশলী অংশ নিচ্ছেন। এই উৎসবের উদ্বোধনী দিনে অন্যতম অতিথির আসনে বসছেন দুই বাংলার জয়া আহসান। তিনি এখন ব্যস্ত রয়েছেন বসুন্ধরা গুঁড়া মসলা নিবেদিত মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ মুক্তির প্রচারণায়। ২৩ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশে। জয়া বলেন, ‘১৯ তারিখ কলকাতায় উড়াল দেব উৎসব শেষ করে ঢাকায় ফিরব।’ জয়া ছাড়াও ঢাকা থেকে অতিথি হিসেবে থাকছেন পরিচালক আবু সাইয়িদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। উৎসবটির উদ্বোধন ২০ সেপ্টেম্বর বিকাল ৫টায়, কলকাতার নন্দনে। এদিকে শনিবার সন্ধ্যায় বিয়াম অডিটোরিয়ামে হয়ে গেল মিট দ্য প্রেস। যেখানে জয়া ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা মাহমুদ দিদার, কণ্ঠশিল্পী সুমি, অভিনেতা ফেরদৌস ও এ বি এম সুমন। প্রায় দেড় বছর দেশের প্রেক্ষাগৃহে জয়ার নতুন ছবি ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে। জয়া বলেন, ‘বরাবরই আমি নতুন নির্মাতাদের সঙ্গে থাকার চেষ্টা করি। সেটা আমার ক্যারিয়ার গ্রাফ দেখলেই আপনারা মেলাতে পারবেন। দিদার অসাধারণ একজন আইডিয়াবাজ। ওর যে কোনো কাজের সঙ্গে আমি থাকি। ও আমার জন্য অসাধারণ একটি চরিত্র লিখেছে। এটা আমার জন্য অনেক সম্মানের।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর