শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জিল্লুর রহমানের উপস্থাপনায় ৭০০০ পর্বে ‘তৃতীয় মাত্রা’

শোবিজ প্রতিবেদক

জিল্লুর রহমানের উপস্থাপনায় ৭০০০ পর্বে ‘তৃতীয় মাত্রা’

সম্প্রতি ৭ হাজার পর্ব পূর্ণ করেছে জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’। ৭ হাজার পর্বটি সম্প্রচারিত হয়েছে ১ অক্টোবর। এই জনপ্রিয় টকশোর উপস্থাপক ও পরিচালক জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব জিল্লুর রহমান। মূলত সমকালীন মুক্ত আলোচনার অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’। চ্যানেল আইয়ে প্রতিদিন প্রচারিত এ টকশো বিশ্বের দীর্ঘসময় ধরে প্রচারিত সাতটি টকশোর অন্যতম। এ টকশোর যাত্রা শুরু ২০০৩ সালের ১৭ জুলাই। কম সময়েই দেশের সবচেয়ে জনপ্রিয় টকশো হয়ে উঠে তৃতীয় মাত্রা। বাংলাদেশের বাকস্বাধীনতা অক্ষুণ্ন রাখতে আগামী দিনেও তৃতীয় মাত্রার ভূমিকা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। তৃতীয় মাত্রা মূলত রাজনীতিনির্ভর হলেও সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্যসহ প্রতিটি বিষয়ে এ অনুষ্ঠানে আলোচনায় নিয়মিত অংশ নিয়ে থাকেন দেশের কৃতী মানুষরা। রাষ্ট্রনায়ক, রাজনীতিক, আইন প্রণেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, উদ্যোক্তা, নারী, তরুণসহ যারা নিজ নিজ ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করেন তাদের প্রায় সবাই তৃতীয় মাত্রায় অংশ নিয়ে প্রাণবন্ত করে তুলেন অনুষ্ঠানটি।

সর্বশেষ খবর