গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। ভোটে সভাপতি পদে নির্বাচিত হন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে অভিনেতা জায়েদ খান। এদিকে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হলেও ভোটে অনিয়মের অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেত্রী নিপুণ। বিষয়টি একপর্যায়ে আদালত পর্যন্ত গড়ায়। তবে এখনো পদটির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি আদালত। আদালত থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও পদটির দায়িত্ব পালন করে যাচ্ছেন নিপুণ। নিপুণ জানান, তাঁর আইনজীবীর অনুমতি নিয়েই জায়গাটিতে বসেছেন তিনি। নিপুণ বলেন, আমার পক্ষে আদালতের যে রায় রয়েছে, সেই অনুযায়ী পদে বসেছি আমি। আর যদি অবমাননা করে বসতাম, তাহলে আদালত এতদিন নিশ্চয়ই সতর্ক করতেন আমাকে।