শিরোনাম
শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আজ প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের জন্মদিন

শোবিজ প্রতিবেদক

আজ প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের জন্মদিন

বাংলা গানে এন্ড্রু কিশোর ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত ছিলেন। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অনেক গান তাঁর কণ্ঠে সমৃদ্ধ হয়েছে। দীর্ঘদিন পুরোদস্তুর পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে দুই বাংলায় গান করেছেন এন্ড্রু কিশোর। আজ এই প্রয়াত সংগীত তারকার ৬৮তম জন্মদিন। বাংলা গানের কিংবদন্তি এই শিল্পী ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। চার দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মাতিয়ে রেখে না ফেরার দেশে চলে যান। সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ সব অনুভূতির গানই তাঁর কণ্ঠে পেয়েছে অনন্য মাত্রা। তাঁর শত শত গান এখনো মানুষের মুখে মুখে। এর মধ্যে ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কারে দেখাব মনের দুঃখ গো’ বা ‘তুমি আমার জীবন, আমি তোমার জীবন’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান আজও তাঁকে বাঁচিয়ে রেখেছে। বাংলা চলচ্চিত্রের গানে তাঁকে বলা যেতে পারে এক মহাসমুদ্র। যেখানে তিনি সাঁতার কেটেছেন কয়েক দশক ধরে। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন চিকিৎসা  শেষে মৃত্যুবরণ করেন। রাজশাহীতে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

সর্বশেষ খবর