শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

তারেক মাসুদ ফিল্ম সোসাইটির আয়োজনে ৫০ চলচ্চিত্র উৎসব

শোবিজ প্রতিবেদক

তারেক মাসুদ ফিল্ম সোসাইটির আয়োজনে ৫০ চলচ্চিত্র উৎসব

চলচ্চিত্রকার তারেক মাসুদের অকাল মৃত্যুর ১১ বছর পর তাঁর জন্মস্থান ফরিদপুরে গঠিত হয় ‘তারেক মাসুদ ফিল্ম সোসাইটি’। এই ফিল্ম সোসাইটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি ফরিদপুরে আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে ইনডিপেন্ডেন্ট ফিল্মের সুবর্ণজয়ন্তীর ৫০ চলচ্চিত্র উৎসব। ‘তারেক মাসুদ ফিল্ম সোসাইটি’র সাধারণ সম্পাদক এইচ এম মেহেদী হাসান জানান, ‘২৬৬ দিনে ৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আজ উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ ও গাজী রাকায়েত, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন মামুন, মুনিরা মোরশেদ মুন্নিসহ দেশের বেশ কিছু স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। এ আয়োজনে থাকছে কর্মশালা, সেমিনার, মিট দ্য ডিরেক্টর ও মিট দ্য সেলিব্রিটিস পর্ব।’  তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র মানুষের চিন্তার জগতে ব্যাপকভাবে নাড়া দিতে সক্ষম। আমরা এ শিল্পকে সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

সর্বশেষ খবর