রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ফের ভারতে শিরোনামহীন

শোবিজ প্রতিবেদক

ছয় মাসের ভিতরে, ভারতে এটা তাদের দ্বিতীয় সফর। এবার কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বাকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে লাইভ পারফরম করবে শিরোনামহীন। এলআরবি ব্যান্ডের ম্যানেজার এবং সাউন্ড ইঞ্জিনিয়ার শামিম আহমেদও সফরে যুক্ত হয়েছেন শিরোনামহীনের সঙ্গে। ব্যান্ডের সদস্যরা জানান, শিরোনামহীন যেহেতু বাংলায় গান পরিবেশন করে, প্রবাসে গান শোনানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গান শোনানোর অভিজ্ঞতা হয়। পশ্চিমবঙ্গের ভাষা বাংলা বিধায় শ্রোতাদের গান শোনানোর অভিজ্ঞতা আমাদের কাছে অনন্য। এর আগে কলকাতায় আমাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দর্শক শ্রোতা। পারফরম্যান্সের আগে আমাদের জানা ছিল না, আমাদের গান তারা এতটা সাদরে গ্রহণ করে। আশা করছি, বাকুড়াতেও আমরা সুন্দর কিছু মুহূর্তের স্মৃতি নিয়ে ফিরব। ব্যান্ডের ফাউন্ডার এবং ব্যান্ড লিডার জিয়াউর রহমান বলেন, ‘পশ্চিমবঙ্গে বাংলাদেশি ব্যান্ডের শ্রোতা অনেক। বাংলা গানে তারা বাংলাদেশি ব্যান্ডের গানগুলোকেই পছন্দের তালিকায় শীর্ষে রাখে। বাংলাদেশি ব্যান্ড জনপ্রিয়তায় বাংলাদেশের চেয়ে কোনো অংশেই সেখানে কম নয়। আমরা পশ্চিমবঙ্গ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে প্রচুর সাড়া পাই এবং পারফরম্যান্সের জন্য আমন্ত্রণ পাই। ইউরোপের ওপেন বর্ডার সংস্কৃতি থাকলে, আমাদের আরও অনেক বেশি পারফরম্যান্স করতে হতো পশ্চিমবঙ্গে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর