মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

লন্ডনে তারেকের ‘দি মিডনাইট গার্ল’

শোবিজ প্রতিবেদক

লন্ডনে তারেকের ‘দি মিডনাইট গার্ল’

লন্ডনের ১৩তম ফিল্ম ফেস্টিভ্যালের আসরে নির্মাতা তারেক রহমানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি মিডনাইট গার্ল’ মনোনয়ন পেয়েছে। উক্ত আয়োজনে যোগ দেওয়ার জন্য নির্মাতা তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। ফিল্ম ফেস্টিভ্যালের ফাইনাল আসর অনুষ্ঠিত হবে ২০২৩ সালের জানুয়ারিতে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রসঙ্গে তারেক জানান, ‘দি মিডনাইট গার্ল’ গল্পটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেছি। এটি ২২ মিনিটের একটি শর্টফিল্ম। যেখানে দেখানো হয়েছে রাত ১১টার দিকে মেয়েটি যাওয়ার সময় তার পার্টসটি ছিনতাই হয়। ঘটনাচক্রে একজন পুরুষের সাহায্য চেয়েও পায় না। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারে একটি সঙ্ঘবদ্ধ চক্র মেয়েটিকে ধর্ষণ করেছে। ঘটনা জেনে লোকটি অপরাধ বোধে ভুগতে থাকে। এই ফিল্মে ধর্ষণের শিকার নারীর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী এবং তাকে সাহায্য করা সেই ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাসার। নাটকটির রচয়িতা মাহতাব হোসেন।

 

সর্বশেষ খবর