বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কাল মঞ্চস্থ প্রাচ্যনাট্যের ‘কইন্যা’

শোবিজ প্রতিবেদক

কাল মঞ্চস্থ প্রাচ্যনাট্যের ‘কইন্যা’

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট্যের গল্পের নাটক ‘কইন্যা’। সিলেট-সুনামগঞ্জ হাওরাঞ্চলের লৌকিকতা নিয়ে নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ণ করছেন আজাদ আবুল কালাম, ঋতু সাত্তার, শাহানা রহমান সুমি, হীরা, শাহেদ আলী সুজন, তৌফিকুল ইসলাম ইমন, তপন মজুমদার, হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, জবা, রুবেল, সজীব, মিতুল, রাসেল, সোহেল প্রমুখ। মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম ও সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ। গল্পে দেখা যাবে, কালারুকা নামের জনপদের মানুষ মনে করে কইন্যা পীর তাদের দেখে রাখেন। কইন্যা পীর এ কালারুকায় এসেছিলেন সেই কবে। গত হয়েছেন তাও যুগ যুগ আগে। তবুও এ বিশ্বাস বর্তমান। তার সঙ্গী বহুরূপীকে তিনি খালি বাড়ির পুকুরে মাছ রূপে রেখে যান।  সবাই জানেন, বিপত্নীক নাইওরের ওপর কইন্যা পীরের ভর আছে।

সর্বশেষ খবর