বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশে ‘অ্যাভাটার টু’

শোবিজ ডেস্ক

বাংলাদেশে ‘অ্যাভাটার টু’

২০০৯ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরন নির্মিত ‘অ্যাভাটার’ সর্বকালের সেরা আয়কারী সিনেমার রেকর্ড ধরে রেখেছিল বহু বছর ধরে। কল্পজগতের বিস্ময়কর চিত্রায়ণে মুগ্ধ হয়েছিল বিশ্বের দর্শক। দীর্ঘ ১৩ বছর পর আসছে ‘আভাটার টু’। যার সাব টাইটেল ‘দ্য ওয়ে অব ওয়াটার’। শুক্রবার  বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি। একই সঙ্গে একই দিনে এটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হবে। জেমস ক্যামেরন আগেই জানিয়েছেন, ‘অ্যাভাটার’ পাঁচটি সিনেমার ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে কেবল একটি মুক্তি পেয়েছে। বাকি চারটি সিনেমাও তিনি বানাতে চান এবং প্রক্রিয়া চলমান। ক্যামেরন নিশ্চিত করেন যে, ‘অ্যাভাটার থ্রি’র কাজ পুরোদমে চলছে। পাশাপাশি ‘অ্যাভাটার ফোর’-এর কাজও শুরু হয়ে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর