শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জয় বাংলা’ শিরোনামের সিনেমা। মুনতাসির মামুনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন বর্ষীয়ান পরিচালক কাজী হায়াৎ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। এই সিনেমাটি ট্রেইলার ও পোস্টার প্রকাশের পরই সমালোচনার মুখে পড়ে। নেটিজেনদের একাংশ বলছেন, পোস্টার ট্রেইলার সবকিছুই মানহীন! আর মুক্তির পর সিনেমাটি দর্শক খরায় ভুগছে। হল মালিকরা রয়েছেন লোকসানের আশঙ্কায়। ‘জয় বাংলা’ সিনেমায় অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, জাহারা মিতু, কাজী হায়াৎ প্রমুখ। দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটি মুক্তির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন হতাশ করেছে দর্শকদের।