মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ

 শোবিজ ডেস্ক

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ

শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’-এর মুক্তি যত ঘনিয়ে আসছে তত আলোচনা এবং সমালোচনা দুটোই বাড়ছে। সম্প্রতি সিনেমাটির প্রথম গান ‘বেশরম রং’ প্রকাশ হয়। যাকে সহজভাবে নিতে পারেনি ভারতের হিন্দু সমাজ। তাদের অভিযোগ, গানের দৃশ্যে তাদের পবিত্র ‘গেরুয়া’ রঙের পোশাক পরে অশ্লীলতা করেছেন দীপিকা। এতদিন বিতর্ক কেবল সোশ্যাল মিডিয়া আর রাস্তার আন্দোলনে সীমাবদ্ধ ছিল। এবার দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিনিত জিন্দাল নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেখানে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ ‘পাঠান’ সংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ‘এই গান অশ্লীল এবং আপত্তিকর। এটি হিন্দু ভাবাবেগের বিরুদ্ধে, কারণ দীপিকা একটি গেরুয়া রঙের বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে ‘বেশরম রং’ (নির্লজ্জ রং) গানে পারফর্ম করেছেন। গেরুয়া রঙের পোশাক পরে এরকম আপত্তিকর নৃত্যের মাধ্যমে দীপিকা এবং শাহরুখ হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন। আইনজীবী বিনিত জিন্দালের দাবি, ভারতীয় আইনের ২৯৫এ, ২৯৮, ৫০৫, ৬৭ আইটি এবং ৩৪ আইপিসি ধারায় শাহরুখ-দীপিকা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি। এ ছাড়াও ‘বেশরম রং’ গানটি ইন্টারনেট থেকে ডিলিট করে ফেলা এবং সিনেমা থেকেও সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন বিনিত।  এখানেই শেষ নয়, ভারতের আরও বিভিন্ন জায়গায় গানটির বিরুদ্ধে অভিযোগ তুলে মামলার আবেদন করছেন ক্ষুব্ধ হিন্দুরা।

 

সর্বশেষ খবর