মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

স্মরণে যুবরাজ খালেদ খান

 শোবিজ প্রতিবেদক

স্মরণে যুবরাজ খালেদ খান

যুবরাজ খালেদ খানের কথা মনে পড়ে? নব্বই দশকে তাঁর একটি সংলাপ ‘ছি. ছি., তুমি এত খারাপ’ সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। এই সংলাপটি বললেই তাঁর ছবি চোখের সামনে ভেসে ওঠে। এই ভার্সেটাইল অভিনেতার আজ নবম মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের ২০ ডিসেম্বর ৫৫ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুবার্ষিকীতে তাঁকে ঘিরে কোনোরকম আয়োজন নেই। তবে বিজয় দিবসের দিনে খালেদ খানের মেয়ে ও সংগীতশিল্পী জয়িতা খান বাবাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। জয়িতা লিখেছেন, ‘৯ বছর আগের এই দিনে বাবার সঙ্গে আমার শেষবারের মতো কথা হয়। আমি বাবাকে খাইয়ে দিই, তারপর চুল আঁচড়ে দিই... বিজয় দিবস উদযাপন করতে গিয়ে যখন শহরের অর্ধেক লোক রাস্তায় রাস্তায় আনন্দ করছে, আর শহরজুড়ে যখন জ্যাম, একটি গাড়িও নড়ছে না, তখন আমার বাবা ওই গাড়িগুলোর একটিতেই বসে ছিলেন, খুব শ্বাসকষ্ট হচ্ছিল বাবার। গাড়ি ছুটিয়ে কোনো হাসপাতালে সময়মতো তাঁকে নেওয়া যায়নি। বাবা কোমায় চলে যান। বাবা এরপর আর ফিরে আসেনি...।’ দীর্ঘ ২৮ বছর মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করে ও নির্দেশনা দিয়ে শক্তিমান এক অভিনেতায় পরিণত হয়েছিলেন তিনি।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর