শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কাব্যনাটক ‘প্রার্থিনী’

শোবিজ প্রতিবেদক

কাব্যনাটক ‘প্রার্থিনী’

২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রেম মৃত্যু ও জীবনতৃষ্ণার নাটক ‘প্রার্থিনী’। নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ। নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা। অভিনয় করেছেন সোনিয়া হাসান ও সাধনা আহমেদ ও অন্যরা। নাট্যকার সাধনা আহমেদ, কাদম্বরী দেবীকে পুনসৃজন করেছেন প্রার্থিনী নাটকে। কাদম্বরী দেবী ঠাকুর পরিবারের অংশ ছিলেন বলে। আর পারিবারিক ইতিহাস তাকে যত বেশি বিলুপ্ত করতে চেয়েছে, জনইতিহাসে তিনি ততই অধিক চর্চিত হয়েছেন। এসব চর্চার প্রায় শতভাগ সৃষ্টি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাদম্বরী দেবীর মধ্যকার সম্পর্ক নিয়ে। সেই সম্পর্ককে উপজীব্য করে দুই বাংলায় রচিত হয়েছে অনেক গ্রন্থ। কিন্তু সেসব পাশ কাটিয়ে সম্পূর্ণ ভিন্ন চিন্তায় এগিয়ে গেছে প্রার্থিনী নাটকের গল্প। নাটকটি প্রযোজনা করেছে সাধনা আর্টস অ্যন্ড থিয়েটার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর