সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অন্য এক জয়ন্ত চট্টোপাধ্যায়

 শোবিজ প্রতিবেদক

অন্য এক জয়ন্ত চট্টোপাধ্যায়

প্রখ্যাত আবৃত্তিকার ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। বয়স ৭৭ হলেও এখনো তিনি তরুণযুবা। তিনি সম্প্রতি সৈয়দ শাওকীর ওয়েব সিরিজে ‘কারাগার পার্ট টু’তে দাপিয়ে অভিনয় করেছেন। কারাগারে বন্দি রহস্যময় মাফিয়া চরিত্রে তাঁকে খোঁজে পাওয়া গেল। এদিকে জয়ন্ত চট্টোপাধ্যায়কে বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ প্রদান করেছে বাংলা একাডেমি। বহুমাত্রিক গুণের অধিকারী এই মানুষটি সত্তরের দশক থেকেই টিভি নাটকে অভিনয় শুরু করেন। আশির দশকের মাঝামাঝি মোরশেদুল ইসলামের স্বল্পদৈর্ঘ্য ছবি সূচনায় অভিনয়ের পর করেন তারেক মাসুদের মাটির ময়না, রানওয়ে, হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা, নয় নম্বর বিপদ সংকেতসহ বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তিনি প্রথম দর্শনীর বিনিময়ে একক আবৃত্তি অনুষ্ঠান ও বাংলাদেশে বৃন্দ আবৃত্তির (কয়্যার) সূচনা করেন তিনি।

 

সর্বশেষ খবর