জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের নেই আজ দুই বছর। দুই বছর আগের এই দিনে তিনি মারা যান। ১৯৭২ সালে টেলিভিশন ও ১৯৭৩ সালে রেডিও নাটকে অভিনয় শুরু করেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অমল চরিত্রের মাধ্যমে আবদুল কাদেরের নাটক দিয়ে অভিনয়ের শুরু। ১৯৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। টেলিভিশনে দুই সহস্রাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। আবদুল কাদের অভিনয় করেছেন বড় পর্দা ও মঞ্চে। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনের কাজও করেছেন এ অভিনেতা। এ ছাড়া তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন।