মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শিশুশিল্পী থেকে তারকা হয়েছেন তাঁরা

শিশুশিল্পী থেকে তারকা হয়েছেন তাঁরা

শিশুশিল্পী হিসেবেই বড় কিংবা ছোট পর্দায় অভিষেক ঘটে। জনপ্রিয়তার পথ ধরেই একসময় হয়ে যান নায়ক-নায়িকা। নায়ক-নায়িকা হয়েও দাপটের সঙ্গে অভিনয় করে যান বা এখনো করছেন এমন কয়েকজন তারকার কথা তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ

 

শাবানা

আফরোজা সুলতানা রত্না। ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে ‘নতুন সুর’ চলচ্চিত্রে অভিষেক। পরে ১৯৬৭ সালে ‘চকোরী’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন। চিত্রপরিচালক এহতেশাম তাঁর নাম শাবানা দেন। ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী। ২৯৯টি ছবিতে অভিনয় করেন।

 

সুচরিতা

সুচরিতা শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রথম কাজ করেন। তাঁর নাম ছিল বেবী হেলেন। ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে মুস্তাফিজের ‘বাবলু’ তাঁর প্রথম ছবি। নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন ১৯৭২ সালে আজিজুর রহমানের ‘স্বীকৃতি’ ছবিতে। একসময় প্রথম শ্রেণির নায়িকা হিসেবে স্থান গড়ে নেন। দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

 

সালমান শাহ

শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৮৬ সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘পাথর সময়’ টিভি নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। এরপর আরও প্রায় আটটি নাটকে নায়ক চরিত্রে ও কিছু বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের পর ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয় করেন। মোট ২৭টি ছবিতে অভিনয় করেন।

 

তিশা

নুসরাত ইমরোজ তিশা। শিশুশিল্পী হিসেবে ‘সাত প্রহরের কাব্য’ নাটকে অভিনয় করেন ১৯৯৮ সালে। তিনি প্রথম সিনেমায় অভিনয় করেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’-এ। তাছাড়া নাটকে নায়িকা হয়েও কাজ করছেন।

 

তারিন

তারিন জাহান। ১৯৮৫ থেকেই তিনি শিশুশিল্পী হিসেবে ছোট পর্দায় কাজ শুরু করেন। ১৯৮৮ সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক সংশপ্তকে শিশু চরিত্রে অভিনয় করেন। তিনি প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন তৌকীর আহমেদের সঙ্গে ‘কাঁঠাল বুড়ি’ নাটকে। 

 

ঈশিতা

রুমানা রশীদ ঈশিতা। ১৯৮৮ সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’তে শিশুশিল্পী হিসেবে পুরস্কার অর্জন করে খ্যাতি পান। ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীনের পরিচালনায় ‘দুজনে’ ছিল তাঁর প্রথম অভিনীত নাটক। এরপর থেকে বর্তমান পর্যন্ত অসংখ্য নাটকে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন এবং করছেন।

 

শাওন

মেহের আফরোজ শাওন। বিটিভির ‘এসো গান শিখি’ অনুষ্ঠানটি দিয়ে তাঁর পথচলা শুরু। ছোটবেলা থেকে নাচ, গান দুটোতেই পারদর্শী। ১৯৮৯ সালে শিশুশিল্পী হিসেবে তুরস্কে গিয়ে রেডিওতে গান করেন তিনি। নব্বই দশকে ক্যারিয়ার শুরু করা অন্য তারকার মতো তিনিও নতুন কুঁড়ি বিজয়ী। তাঁর প্রথম টিভি নাটক ‘জননী’। এরপর নায়িকা হিসেবে অভিনয় করেন অসংখ্য দর্শকনন্দিত নাটকে। শাওন প্রথম সিনেমায় অভিনয় করেন ‘শ্রাবণ মেঘের দিনে’। তাঁর অভিনীত ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ও ‘আমার আছে জল’ ছবিগুলো বেশ দর্শকনন্দিত।

অন্তরা

নব্বই দশকের জনপ্রিয় ও ব্যস্ত নায়িকা ছিলেন অন্তরা। সিনেমায় সবাই তাঁকে অন্তরা নামে চিনলেও তাঁর প্রকৃত নাম হচ্ছে পারভীন আক্তার লাকী। চলচ্চিত্রে তাঁর আগমন ঘটে শিশুশিল্পী হিসেবে। শিশুশিল্পী হিসেবে তিনি ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘দারাশিকো’, ‘বোনের মতো বোন’ ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রে নায়িকা হিসেবে তাঁর অভিষেক ঘটে ১৯৯৩ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ ছবি দিয়ে। নায়িকা হিসেবে প্রথম ছবি দিয়ে সবার মন জয় করে নেন অন্তরা। টিভি অভিনেতা মাহফুজ আহমেদের চলচ্চিত্রে অভিষেক ঘটে নায়িকা অন্তরার বিপরীতে ‘প্রেমের কসম’ ছবি দিয়ে। অভিনয় জীবনে ছবির সংখ্যা ১৩টি। ২০১৪ সালের ৮ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন নায়িকা অন্তরা।

 

তাসকিন

তাসকিন রহমান। ‘ঢাকা অ্যাটাক’-এর ভিলেন হিসেবে পরিচিতি পেলেও তাঁর শুরুটা বিটিভি দিয়ে। ১৯৯০ সালে ‘শীতের পাখি’ নাটকে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। অনেক প্যাকেজ নাটকেও তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা গেছে। ‘নতুন কুঁড়ি’র পুরস্কারপ্রাপ্ত শিল্পী তিনি। শিশুশিল্পী হিসেবে দীলিপ সোমের ‘হৃদয় আমার’ ছবিতে অভিনয় করেন। ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয়ের আগে অভিনয় তানিম রহমান অংশুর ‘আদি’তে নায়ক হিসেবে দেখা গেছে তাঁকে।

 

পূজা চেরি

২০১২ সালে শিশুশিল্পী হিসেবেই চলচ্চিত্রে অভিষেক ঘটে পূজা চেরির। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন পূজা চেরি। এরপর আরও কাজ করেন- ‘তবুও ভালোবাসি’, ‘অগ্নি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘ব্ল্যাকমেইল’, ‘কৃষ্ণপক্ষ’, ‘বাদশাহ : দ্য ডন’ ছবিতে। পূজা চেরির নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে ২০১৮ সালে যৌথ প্রযোজনায় অভিমন্যু মুখার্জি পরিচালিত ‘নূরজাহান’ দিয়ে। একই বছর নায়িকা হিসেবে তাঁর আরও দুটো ছবি মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন’ ও ‘দহন’। দুটো ছবিই সফল। বর্তমান সময়ে নির্ভরশীল নায়িকা হিসেবে পূজা অন্যতম।

 

দীঘি

দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘তুমি আছো তুমি নেই’ ছবি দিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির। দীঘি পূর্বে শিশুশিল্পী হিসেবে দীঘি ছিলেন। যদিও তাঁর নায়িকা হিসেবে অভিষেক মোটেও আশাব্যঞ্জক হয়নি। শিশুশিল্পী হিসেবে দীঘি ২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ ছবিতে অভিনয় করেন।

সর্বশেষ খবর