সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ক্যাটরিনা-ভিকি

দুর্গম জঙ্গলে একান্তে

 শোবিজ ডেস্ক

দুর্গম জঙ্গলে একান্তে

বলিউডের একঝাঁক তারকা নতুন বছর উদযাপন করতে উড়ে গেছেন পছন্দের গন্তব্যে। এই দৌড়ে পিছিয়ে নেই ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ দম্পতি। নতুন বছরের ছুটি কাটাতে রাজস্থানে উড়ে গেছেন তাঁরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে সেই ঝলক শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনা। পাহাড় কিংবা সমুদ্র নয়, বছর শেষে একান্তে সময় কাটাতে জঙ্গলকেই বেছে নিয়েছেন ভিক্যাট। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ক্যাটরিনা লেখেন, ‘কী অপূর্ব... আমার দেখা সেরা স্থানগুলোর মধ্যে অন্যতম এটি!’ সাধারণত রাজস্থানে পশুপাখির সান্নিধ্য উপভোগ করতে সবার গন্তব্য হয় রণথম্ভোর। তবে জাওয়াই এলাকাটি বন্যপ্রাণীতে সমৃদ্ধ।  সেখানে গেলেই চোখে পড়ে চিতাবাঘ, বিভিন্ন প্রজাতির পাখি, স্লথ প্রজাতির ভল্লুক, হায়েনা, কুমির। গ্রানাইট পাথরের পাহাড়ি এলাকা হওয়ায় জাওয়াইয়ের আবহাওয়া সারা বছরই মনোরম থাকে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর