মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অমিতাভের ভুল থেকে ভুল

 শোবিজ ডেস্ক

অমিতাভের ভুল থেকে ভুল

টুইটারে টুইট করতে গিয়ে করলেন ভুল, এরপর ভক্তদের কাছে ক্ষমা চাইতে হলো বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন আগের ভুলের জন্য ক্ষমা চেয়ে রবিবার নতুন একটি টুইট করেন অমিতাভ, তাতেও ভুল করেন তিনি। অশীতিপর অমিতাভ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। টুইটারে তিনি যত টুইট করেন, তার হিসাবও রাখেন। নম্বর দিয়ে টুইট করেন তিনি, প্রতিটি টুইটে নম্বরের আগে জুড়ে দেন ‘ঞ’। রবিবার তিনি এক টুইটে লেখেন- ‘ঞ-৪৫১৫-ভয়ংকর ভুল। ঞ-৪৫১৪ এর পর থেকে সব ভুল। যেগুলো ঞ-৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬... এভাবে গেছে, সেগুলো হবে ঞ-৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭... এভাবে। ক্ষমা চেয়ে নিচ্ছি।’ এ পর্যন্ত অমিতাভের টুইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১৫। তারপরই সংখ্যা গুলিয়ে ফেলেন তিনি। ৪৫১৪ নম্বর টুইটের পর ভুল করে ১ হাজার বাড়িয়ে লিখে দেন ৫৪২৪। ভক্তদের অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তাতে। কেউ কেউ ভাবছিলেন, মাঝের ১ হাজার টুইট গেল কই?  সেই সংশয় কাটাতে রবিবার দুপুরে ক্ষমা প্রার্থনার টুইটটি করেন তিনি। তবে সেখানে ‘অ্যাপোলজি’ বানানে ‘এল’-এর পরে একটি বর্ণ লিখতেই ভুলে যান তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর