বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সুচিত্রা সেনের প্রয়াণ দিবস পালিত

পাবনা প্রতিনিধি

সুচিত্রা সেনের প্রয়াণ দিবস পালিত

মহানায়িকা সুচিত্রা সেন। গতকাল তাঁর নবমতম প্রয়াণ দিবসকে কেন্দ্র করে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত পৈতৃক জেলা পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালায় আয়োজন করা হয় স্মরণসভা। এ স্মরণসভায় বক্তারা তাঁর অভিনয়ের শৈল্পিক দিকগুলো তুলে ধরেন। সেই সঙ্গে এ স্মৃতি সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ করারও দাবি জানান স্থানীয় সংস্কৃতি কর্মীরা। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমকের সভাপতিত্বে ও আসাদ বাবুর সঞ্চালনায় এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব দীপক কুমার কাউলা, অধ্যাপক কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, পৌরসভার মেয়র শরীফ শরীফ উদ্দিন প্রধান। এ সময় সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা।

সর্বশেষ খবর