বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মঞ্চে আসাদুজ্জামান নূর-জ্যোতি

শোবিজ প্রতিবেদক

মঞ্চে আসাদুজ্জামান নূর-জ্যোতি

আবারও নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূরকে মঞ্চে দেখা যাবে। রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’ নিয়ে আসছে নতুন নাটক ‘রিমান্ড’। নাটকটিতে একজন লেখকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্যদিকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে এই সময়ের তুখোড় মঞ্চ ও টিভি অভিনেত্রী জ্যোতি সিনহাকে। ‘রিমান্ড’ নাটকের রচয়িতা শুভাশিস সিনহা, নির্দেশনাও দিচ্ছেন তিনি। আগামী ২২ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাগরিক নাট্যসম্প্রদায় আয়োজিত ‘আলী যাকের নতুনের উৎসবে’ নাটকটির প্রদর্শনী হবে। নির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ড কক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।’ নাটকের মঞ্চ পরিকল্পনা করছেন কামাল উদ্দীন কবির, আলো পরিকল্পনা করছেন সুদীপ চক্রবর্তী। পোশাক পরিকল্পনায় আছেন আইরিন পারভিন লোপা, দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন শাহনাজ জাহান।

সর্বশেষ খবর