সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
আলী যাকের নতুনের উৎসব

সম্মাননা পেলেন যাঁরা

 শোবিজ প্রতিবেদক

সম্মাননা পেলেন যাঁরা

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘আলী যাকের নতুনের উৎসব-২০২৩’। এ নাট্যোৎসবে প্রদর্শিত হবে শুভাশিস সিনহা নির্দেশিত হৃৎমঞ্চ রেপারটরির প্রযোজনায় ‘রিমান্ড’, অলোক বসু নির্দেশিত থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনায় ‘দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট’, মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলার প্রযোজনায় ‘সখী রঙ্গমালা’, বাকার বকুল নির্দেশিত তাড়ুয়ার প্রযোজনায় ‘আদম সুরত’ এবং আজাদ আবুল কালাম নির্দেশিত প্রাচ্যনাটের প্রযোজনায় ‘অচলায়তন’। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যজন আসাদুজ্জামান নূর। নিমা রহমানের উপস্থাপনায় মঞ্চে আরও উপস্থিত ছিলেন উৎসবের আহ্বায়ক সারা যাকের, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ আয়োজনের সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ বছর সৈয়দ শামসুল হক নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন নাট্যকার-নির্দেশক মামুনুর রশীদ; জিয়া হায়দার নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন নাট্য নির্দেশক-শিক্ষক সৈয়দ জামিল আহমেদ; আলী যাকের নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা-নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ এবং খালেদ খান নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন গুণী অভিনয়শিল্পী মাসুদ আলী খান। সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে মাসুদ আলী খান বলেন, ‘এখন শরীর ভালো নেই। হুইল চেয়ারে চলাফেরা করি। অভিনয় করতে পারি না। কিন্তু মন থেকে এটাই চাই, যতদিন বাঁচি যেন নাটক দেখতে পারি।’ উৎসব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর