শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মধ্যরাতে বুবলীর নাচ

শোবিজ প্রতিবেদক

মধ্যরাতে বুবলীর নাচ

এফডিসির ভিতরে রেলস্টেশন। সেই স্টেশনকে  কেন্দ্র করে দোকানপাট বসেছে। দৃশ্যটি লক্ষ্মীবাজার স্টেশনের। নির্মাতা লাইট-ক্যামেরা-অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে ‘চাট্টিগাট্টি রেডি কর/ রাস্তা মাইপা সইরা পর’ কথার গান বেজে ওঠে। এই গানের সঙ্গে নাচতে শুরু করেন তরুণ-তরুণীরা। তাদের মাঝে নেচে ওঠেন চিত্রনায়িকা শবনম বুবলী। কালো রঙের পার্টি পোশাকে নাচেন তিনি। সঙ্গে আরও ছিলেন অভিনেতা আদর আজাদ।

বুধবার রাত ১২টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামের সামনে এভাবেই ‘লোকাল’ সিনেমার একটি গানের শুটিং হয়। পরিচালক সাইফ চন্দন জানান, সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত এভাবেই শুটিং হয়েছে গানটির। এতে শতাধিক কলাকুশলী অংশ নিয়েছেন।  এ সিনেমায় একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে বুবলীকে। এলাকার নানা বাধা পেরিয়ে এক সময় নিজেকে প্রতিষ্ঠা করবেন একজন নেত্রী হিসেবে।

নির্মাতা বলেন, এটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি সিনেমা। এর চিত্রনাট্যে নতুনত্ব রয়েছে। মফস্বল এলাকার মানুষের জীবনযাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা

হবে। এতে আদর আজাদকে স্থানীয় মাস্তান ধরনের ছেলের চরিত্রে

দেখা যাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর