শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

শোবিজ প্রতিবেদক

প্রথমবারের মতো দেশের ৬৪টি জেলায় শুরু হচ্ছে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৩ মার্চ পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে সমকালীন চলচ্চিত্র, নারী নির্মাতাদের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, ধ্রুপদী চলচ্চিত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কারপ্রাপ্ত মোট ৩৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবারের উৎসবে। এর মধ্যে ২৩টি সমকালীন ও ১৩টি অন্যান্য ক্যাটাগরির চলচ্চিত্র। উৎসবে আরও থাকছে ১০টি জেলায় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, প্যানেল আলোচনা, প্রীতি সম্মিলনী, চলচ্চিত্র নিয়ে মুক্ত আলোচনা ও আড্ডা। উৎসব উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর