রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গানে এ আর রহমানকন্যা

শোবিজ ডেস্ক

গানে এ আর রহমানকন্যা

বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংগীতকে বৈশ্বিকরূপে ছড়িয়ে দেওয়ার আয়োজন ‘কোক স্টুডিও’। পাকিস্তান, ভারত ও বাংলাদেশে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে এটি। সম্প্রতি ভারতে ‘কোক স্টুডিও তামিল’ নামে আরেকটি শাখা চালু করা হয়েছে। যেটি যাত্রা করেছে ১ ফেব্রুয়ারি। তামিলের প্রথম চমক হিসেবে প্রকাশ হয়েছে ‘সাগাভাসি’ শিরোনামের একটি গান। যেটি গেয়েছেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমানের কন্যা খাতিজা রহমান ও তামিল র‌্যাপার আরিভু। প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে গানটি। ইতোমধ্যেই এর ভিউ ছাড়িয়ে গেছে ১৩ মিলিয়ন। তামিল ছাড়িয়ে ভারতের অন্যান্য অঞ্চলেও গানটি সাড়া পাচ্ছে। এই গানে মানুষ ও প্রকৃতির মধ্যকার বন্ধনের বিষয়টি ফুটে উঠেছে। গানটি নিয়ে খাতিজা রহমান বলেন,  ‘এর বিষয়বস্তু ও পুরো টিমের সঙ্গে আমি দারুণভাবে যুক্ত। কারণ আমি প্রকৃতি, ফুল, পাখি খুব পছন্দ করি। আমার মনে হয়, এরকম কনসেপ্ট আসলেই অসাধারণ।’ প্রকাশের পর কোটি কোটি মানুষ ‘সাগাভাসি’ দেখছে, মতামত জানাচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর