সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আনন্দ আড্ডায় অন্যরকম এক দিন তারকাদের

 শোবিজ প্রতিবেদক

আনন্দ আড্ডায় অন্যরকম এক দিন তারকাদের

শনিবারের সুন্দর সকাল, কুয়াশা-রোদের লুকোচুরি। এমন দিনে লাইট-ক্যামেরা অ্যাকশনের কোনো বালাই ছিল না তারকাদের। তাঁরা মেতে উঠেছিলেন অন্যরকম আনন্দ-আড্ডায়। পূর্বাচলের ইন্টারন্যাশনাল চেইন রিসোর্ট। সকাল থেকে এখানে একে একে পদধূলি পড়তে থাকে শোবিজ তারকাদের। যখনই কোনো তারকা এসে পৌঁছান তখনই যেন অনুষ্ঠানস্থলের জৌলুস বেড়ে উঠতে থাকে। রাত পর্যন্ত গল্প, আড্ডায় মেতেছিলেন তারকারা। মেকআপ, শুটিং, বাড়ি ফেরা নিয়ে কোনো ব্যস্ততা ছিল না। দিনটি কেটেছে আড্ডা, হইহুল্লোড়ে। শিল্পীদের কারও সঙ্গে দুই বছর পর দেখা হচ্ছে। কারও সঙ্গে এক যুগ পর! কেউ ‘বন্ধু’, কেউবা ‘ভাই’ বলে একে অন্যকে আলিঙ্গন করছেন, খোঁজখবর নিচ্ছেন। নবীন-প্রবীণ সবার মেলবন্ধনের উপলক্ষ ছিল অভিনয় শিল্পী সংঘের বিশেষ আয়োজন অ্যাক্টর ইক্যুইটি ডে। একপাশে আড্ডা দিচ্ছিলেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, রোবেনা রেজা, শামীম জামানরা। কয়েকজন এসে মোশাররফের কাছে জানতে চাইলেন, মহানগর-২ কবে আসবে? এই অভিনেতা কিছুটা বিরতি নিয়ে বললেন, ‘আজ কোনো কাজের কথা হবে না। আজ আমরা আনন্দ করতে এসেছি।’ কিছুদূর এগোতেই দেখা গেল তানভীন সুইটি, মৌ, দীপা খন্দকার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সুষমা সরকাররা তুমুল আড্ডায় মেতেছেন। এর মধ্যেই জাকিয়া বারী মম হঠাৎ উধাও। তাঁকে খুঁজছিলেন দীপা খন্দকার। একজন বললেন, মম খেতে গেছেন। শুনে দীপা বললেন, ‘ও কি এখানে খেতে এসেছে? কিছুক্ষণ পরপরই কিছু একটা খেতে যায়।’ আড্ডা প্রাণ পায় দিলারা জামান, আবুল হায়াত, মামুনুর রশীদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, সজল, জয়দের ঘিরে। পাশেই সজল ও মৌসুমী। জমিয়ে ছবি তুলছিলেন তাঁরা। তাঁদের উদ্দেশে মামুনুর রশীদ বললেন, ‘আমি আর বাদ যাব কেন!’ তাঁকে ডেকে নিলেন সজল। পাশেই পাওয়া গেল তারিক আনাম খানকে। তিনিও আড্ডায় ব্যস্ত। বললেন, ‘এটা তো আমাদের পরিবারের মেলবন্ধন। পরিবার ছেড়ে কি থাকা যায়? সেখানে বসে ছিলেন দিলারা জামান। চোখমুখে খুশির আভা। বললেন, ‘শরীর ভালো না। দুই বছর পর আমাদের এই মিলনমেলা। পরিচিত অনেকেই আসে, তাদের সঙ্গে দেখা হলে মনটা ভরে যায়।’ অভিনেতা ডা. এজাজ ছিলেন অন্য ভূমিকায়। তিনি স্বাস্থ্য পরীক্ষা করছিলেন। নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, এখানে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে। আড্ডা দিতে পেরে খুব ভালো লাগছে। বনভোজনে ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্পীদের সম্মাননা, ফানুস উড়ানো, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও আকর্ষণীয় সব আয়োজন।

 

সর্বশেষ খবর