শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় কত্থক নৃত্য সন্ধ্যা

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নৃত্যাঞ্চলের যৌথ আয়োজনে কত্থক নৃত্য কর্মশালা এবং কত্থক নৃত্য সন্ধ্যা-২০২৩ অনুষ্ঠিত হবে আজ। কত্থক নৃত্য সন্ধ্যার নৃত্য পরিচালনা করছেন বাংলাদেশের কিংবদন্তি কত্থক নৃত্যগুরু শিবলী মোহাম্মদ এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরেকজন কিংবদন্তি নৃত্যগুরু শামীম আরা নীপা। এবারের কত্থক নৃত্য সন্ধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কত্থক নৃত্যগুরু বিদূষী মধুমিতা রায়সহ নৃত্যাঞ্চলের তিন শতাধিক কত্থক নৃত্যশিল্পী অংশগ্রহণ করছে। কত্থক নৃত্য সন্ধ্যায় ভারতীয় চলচিত্রে ব্যবহৃত মুঘল সময়ের দরবারে অনুষ্ঠিত কত্থক নৃত্যের আদলে শিল্পীদের বেশকিছু পরিবেশনা থাকবে। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর