বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বই অনুরাগী আফজাল হোসেন

শোবিজ প্রতিবেদক

বই অনুরাগী আফজাল হোসেন

আফজাল হোসেন। অল্প কিছু চলচ্চিত্রে অভিনয় করেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। দীর্ঘদিন মঞ্চনাটকে অভিনয় করেছেন। চিত্রশিল্পীও তিনি। পরিচালক হিসেবেও পেয়েছেন সফলতা। সাহিত্য জগতেও তাঁর বিচরণ অনেক বছর ধরে। গদ্যের পাশাপাশি কবিতাও লেখেন। এবার একুশে বইমেলায় এসেছে তাঁর নতুন কবিতার বই। আফজাল হোসেন বলেন, বইয়ের সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা বহুকাল ধরে। একটা সময় অসংখ্য মানুষ আসতেন বই কিনতে, বইয়ের ঘ্রাণ নিতে। এখন কেনার পাশাপাশি প্রচুর মানুষ ঘুরতেও আসেন। এটা হতেই পারে। সবকিছু মিলিয়ে এরকম বইমেলার প্রয়োজন আছে। পাঠক সৃষ্টিতে এরকম বইমেলার অবশ্যই প্রয়োজন রয়েছে। আমি লক্ষ্য করেছি প্রচুর মানুষ বইমেলায় আগ্রহ নিয়ে আসে। এরচেয়ে সুন্দর পরিবেশ আর কী হতে পারে? তিনি আরও বলেন, আমি নিয়মিত লিখি। যখন ভালো লাগে লিখি। কখনো প্রতিদিন লেখা হয়। প্রকাশ হয়তো কম হয়। লিখতে ভালো লাগে। আঁকতে যেমন ভালো লাগে, লিখতেও ভালো লাগে। যে কবিতার বইটি এবার এসেছে, এটি আমার পঞ্চম কবিতার বই।  মানুষ বই কেনে, আগ্রহ নিয়ে পড়ে, ভালো লাগে। আফজাল বলেন, আমার প্রথম বইয়ের নাম ছিল ‘যুবকদ্বয়’। বইটি পাঠকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন। ১৯৭৮ সালে বইটি প্রকাশ হয় এবং পাঠকমহলে বেশ আলোচিতও হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর