বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
জি সিরিজের ৪০ বছর

আজীবন সম্মাননায় গাজী মাজহারুল-ফরিদা পারভীন

শোবিজ প্রতিবেদক

আজীবন সম্মাননায় গাজী মাজহারুল-ফরিদা পারভীন

অডিও গানের স্বর্ণালি যুগ থেকে এই আধুনিক অন্তর্জালের সময়ে ধারাবাহিকতা ধরে রাখা জি-সিরিজ ৩ মার্চ সংগীতময় পথচলার ৪০ বছর পূর্ণ করেছে।  এ উপলক্ষে ৫ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় চার দশকপূর্তি অনুষ্ঠান। যেখানে অংশ নেন দেশের সংগীতাঙ্গনের তারকা-কিংবদন্তিরা। ৪১ বছরে পদার্পণ উপলক্ষে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য আজীবন সম্মাননা (মরণোত্তর) দেওয়া হয় কালজয়ী গানের স্রষ্টা একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ার এবং একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনকে। তাদের সন্তানরা এ সম্মাননা গ্রহণ করেন। চার দশকপূর্তির শুভেচ্ছা জানিয়ে জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ বলেন, রেডিও, টিভি, সিনেমা সব মিলিয়েই মিউজিক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এই ৪০ বছর চলার পথে অনেক বাধা ও প্রতিকূলতা পেরুতে হয়েছে।  এবার স্বাবলম্বী হওয়ার পালা।

সর্বশেষ খবর