সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

‘আর্টসেল’র ‘অতৃতীয়’ উন্মুক্ত

 শোবিজ প্রতিবেদক

‘আর্টসেল’র  ‘অতৃতীয়’ উন্মুক্ত

আর্টসেল ২০০২ সালে উপহার দেয় প্রথম একক অ্যালবাম ‘অন্য সময়’। চার বছর পর ২০০৬ সালে আসে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘অনিকেত প্রান্তর’। ততদিনে শ্রোতা সমাজে তাদের পরিচিতি ছড়িয়ে গেছে। তাদের হেভি মেটাল গান-মিউজিক ভাসিয়ে নিচ্ছে তারুণ্যকে। ক্রমশ সেই জনপ্রিয়তার স্রোত আরও বেগবান হয়েছে। কনসার্ট মাতানোর অন্যতম আকর্ষণে পরিণত হয় ‘আর্টসেল’। কিন্তু দীর্ঘ ১৭ বছর তাদের নতুন কোনো অ্যালবাম আসেনি বাজারে। সম্প্রতি প্রকাশ হয় নতুন অ্যালবাম ‘অতৃতীয়’। ব্যান্ডটির তৃতীয় একক অ্যালবাম। ফেব্রুয়ারি মাসে ‘গান’ অ্যাপে মুক্তি পায় অ্যালবামটি। সেখানে একেকজন শ্রোতা ৩০০ টাকা সাবস্ক্রিপশনের বিনিময়ে এর গানগুলো শুনেছেন। ৯ মার্চ জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘অতৃতীয়’র সব গান। এতে ছয়টি গান রয়েছে।

 

সর্বশেষ খবর