বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগমের ওশিয়ারার বাসায় বড়সড় চুরি হয়েছে। চোর এই গায়কের পরিচিত ব্যক্তিদের মধ্যেই একজন। চোর এখন পুলিশি হেফাজতে রয়েছেন।
পশ্চিম আন্ধেরির ওশিয়ারার উইন্ডসর গ্র্যান্ড বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে থাকেন সনুর বাবা অগম কুমার নিগম। সনুর বাবার বয়স ৭৬ বছর। আন্ধেরির এই ফ্ল্যাট থেকে ২ দফায় ৭২ লাখ রুপি চুরি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৯০ লাখ টাকার বেশি। সনুর বোন নিকিতা ওশিয়ারা পুলিশ স্টেশনে চুরির অভিযোগ করেছেন। ১৯ ও ২০ মার্চ এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিকিতা এই বড়সড় চুরির অভিযোগ করেছেন তাঁদের সাবেক চালকের বিরুদ্ধে।